গর্তে পড়া বিড়াল পাঁচ বছর পর জীবিত উদ্ধার



একটি প্রবাদ আছে, “রাখে আল্লাহ্‌, মারে কে?” মহান আল্লাহ্‌ চাইলে যে কাউকে যে কোন অবস্থাতেই জীবিত রাখেন। তারই একটি উজ্জল দৃষ্টান্ত দেখা গেলো মিশরের কায়রো শহরে। একটি বিড়াল ছানা গর্তে পরে যাওয়ার পর উঠানো যায়নি। তারপরও বিড়াল ছানাটি সেখানেই বড় হতে থাকে। পাঁচ বছর পর বিড়াল ছানাটিকে জীবিত উদ্ধার করা হয়।

৬০ বছর গোসল না করা মানব


গোসল না করে কত দিন থাকা যায়। একদিন, দুইদিন বা এক সপ্তাহ। কিন্তু অবিশ্বাস্য শোনালেও সত্য, এক মাস বা এক বছর নয় , আমু হাজী নামে এক ব্যক্তি রীতিমতো ৬০ বছর পার করেছেন কোন প্রকার পানি না ছুঁয়ে, গোসল না করে। 
৮০ বছর বয়স্ক এই ব্যক্তি ইরানের দক্ষিণের ফারস শহরের দেজগাহ গ্রামের অধিবাসী। হাত-মুখ না ধুয়ে, গোসল না করে, শরীরের পানির স্পর্শ না দিয়ে পার করেছেন ৬০ বছর। তিনি অবসরে তামাক টানার পরিবর্তে পশুপাখির পঁচা মল হুকুর মাধ্যমে টানেন। ২০বছর বয়স থেকে বনে বাস করেন। 

বয়সকে হার মানানো এক ওয়ান্ডার লেডী



মিয়েকো নাগাওকা, জাপানের অধিবাসী এই নারী প্রমাণ করলেন বয়স তার কাছে একটি সংখ্যা মাত্র। বয়স ১০০ বছর কিন্তু এই বয়সে সাঁতারে নতুন রের্কডের মালিক হয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। জাপানের মাতসুয়ামার একটি মাস্টার্স সাঁতার প্রতিযোগিতায় তিনি ১৫০০ মিটার সাঁতার শেষ করেন এক

নাক বিহীন অলৌকিক শিশু



গত ৪ই মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামার এক হাসপাতালে জন্ম হয় এক শিশুর । শিশুটির ওজন ২.৯ কেজি। শিশুটি ভূমিষ্ঠ হতেই চমকে ওঠেন ডাক্তাররা। সব কিছু ঠিক থাকলেও দেখা যায় শিশুটির নাক নেই। নাক বিহীন অবস্থায় শিশুটি ভূমিষ্ঠ হয়। তড়িঘড়ি করে ১০ মিনিট আলাদা ঘরে রাখা হয় সদ্যোজাতকে। এরপর নিয়ম মেনে তুলে দেওয়া হয় মায়ের কোলে। নজরে আসতেই কেঁদে ফেলেন মা। 

আশ্চর্য্য গাছ

আমরা সবাই জানি, বিভিন্ন ধরনের গাছে বিভিন্ন ধরনের ফল ও ফুল ধরে। কিন্তু একই গাছে বিভিন্ন ধরনের ফুল ফোটে ও ফল ধরে, এমনই এক চমকপ্রদ গাছ আবিষ্কার করে সবাইকে চমকে দিয়েছেন নিউইয়র্কের উদ্ভিদবিদ শ্যাম ভ্যান আকেন। দীর্ঘ গবেষণায় এমন এক গাছ তিনি সৃষ্টি করেছেন যাতে একইসঙ্গে ৪০ রকমের ফল ধরে। শুধু তাই নয়, বিভিন্ন সময় সেই চমকপ্রদ গাছ ভরে গোলাপি, বেগুনি সহ নানা সুগন্ধি ফুল ফোটে। 

আয়াম চেমানি - ২ লাখ দামী মোরগ

আয়াম চেমানি- এক দূর্লভ প্রজাতির মোরগ। আয়াম চেমানির উৎপত্তি ইন্দোনেশিয়ায়। তবে খোদ ইন্দোনেশিয়ায় এর খোঁজ পাওয়া মুশকিল। সে দেশের হাতে গোনা কিছু খামারি এই মোরগ পালন করে থাকে। ইন্দোনেশিয়ায় ভাষায় আয়াম অর্থ মুরগি আর চেমানি অর্থ সম্পূর্ণ কালো। অর্থাৎ আয়াম চেমানি অর্থ  কালো মুরগি। এর মূল উৎপত্তিস্থল হচ্ছে জাভা।

মজলিশ আল জিন ।। জিনের গুহা

মজলিশ আল জিন আরবি শব্দ। আরবিতে মজলিশ বলতে বুঝায় বড় বৈঠকখানা বা সম্মেলন কক্ষ। সুতরাং বাংলায় মজলিশ আল জিন  অর্থ জিনের সম্মেলন কক্ষ। মরুর বুকে হঠাৎ এক ফাটল বা গুহামুখ, ভিতরে বিশাল একগুহা দেখে স্থানীয়রা ভেবেছিল এখানে জিনেরা বসবাস করে। তাই এর নাম দেওয়া হয় জিনের গুহা বা মজলিশ আল জিন। পর্যটকরা ওমান গেলে এই জিনের গুহাটি দেখতে কখনো ভুল করেন না।

আতঙ্কিত ঝুলন্ত সেতু

নদী আমাদের সবার কাছে খুব প্রিয়। কিন্তু যাতায়াত পথে নদী সবার কাছে অপ্রিয়। তখন সেতুই ভরসা। এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাতায়াতের জন্যও সেতু প্রয়োজন। সুইজারল্যান্ডের ‘টাইটিলস ক্লিফ ওয়াক’ তেমনি একটি সেতু যার সাহায্যে পাহাড় থেকে পাহাড়ে যাতায়াত করা যায়। কিন্তু এটি অন্য যে কোন সেতু থেকে আলাদা। এ সেতুর প্রধান সৌন্দর্য হলো আতঙ্ক। নির্মাণের আগে থেকেই সবার জল্পনা-কল্পনার কেন্দ্রবিন্দুতে ছিল

মরুভূমির আতঙ্ক অলঘোই খরখোই

অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের কাছে মরুভূমি বেশ আকর্ষণীয় জায়গা। মরুভূমির অজানা জগতকে জানার জন্য অনেকেই ছুটে যান। মরুভূমি মানেই হচ্ছে ধূ ধূ বালুর সাগর। বিরূপ আবহাওয়ায় এখানে বালু ঝড়ের সৃষ্টি হয়। আছে খাবার পানির সংকট। এছাড়া ছড়িয়ে ছিটিয়ে আছে নানা জানা অজানা আতংক। কিন্তু এ বিরুপ ও প্রতিকূল বালুর সাগরেই রয়েছে অনন্য সব জীববৈচিত্র্য। কিন্তু বেশ কিছু ওর্ম রয়েছে যা সারা বিশ্বে বিরল। পৃথিবীর অন্যতম আলোচিত ওর্ম রয়েছে মঙ্গোলিয়ার গোবি মরুভূমিতে। এর নাম অলঘোই খরখোই।

কলস উদ্ভিদ || PITCHER PLANT

পৃথিবীতে বৈচিত্র্যের শেষ নেই । উদ্ভিদ জগতেও রয়েছে নানা বৈচিত্র্য ও রোমাঞ্চ প্রজাতি । এমব কিছু উদ্ভিদ আছে যেগুলো আলো, বাতাস আর মাটির নিচের বিভিন্ন খনিজ ছাড়াও পোকামাকড় খায় । মাংসখেকো উদ্ভিদ্গুলোই তাই উদ্ভিদ প্রজাতির মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হিসেবে স্বীকৃত । মানুষখেকো উদ্ভিদের কথা প্রচলিত থাকলেও এর শক্ত প্রমাণ নেই । ছোট ছোট কীটপতঙ্গ খেয়েই মাংসের চাহিদা মেটায় এমন ভয়ঙ্কর মাংসাশী উদ্ভিদের নাম পিচার প্লান্ট বা কলস উদ্ভিদ ।