নাক বিহীন অলৌকিক শিশু



গত ৪ই মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামার এক হাসপাতালে জন্ম হয় এক শিশুর । শিশুটির ওজন ২.৯ কেজি। শিশুটি ভূমিষ্ঠ হতেই চমকে ওঠেন ডাক্তাররা। সব কিছু ঠিক থাকলেও দেখা যায় শিশুটির নাক নেই। নাক বিহীন অবস্থায় শিশুটি ভূমিষ্ঠ হয়। তড়িঘড়ি করে ১০ মিনিট আলাদা ঘরে রাখা হয় সদ্যোজাতকে। এরপর নিয়ম মেনে তুলে দেওয়া হয় মায়ের কোলে। নজরে আসতেই কেঁদে ফেলেন মা। 



ডাক্তাররা বলছেন, গোটা বিশ্বে ১৯ কোটি ৭০ লক্ষ মানুষের মধ্যে একজনের এমন হতে পারে। পাঁচ দিন পর দশে মার্চ, একটা অপারেশন হয় এলি-র। এখন সে দিব্যি আছে। তবে নাক এখনও তার নেই। মুখ দিয়েই নিঃশ্বাস নিচ্ছে ছোট্ট শিশু।  সবাই বলছে, এলি এক অলৌকিক শিশু।

No comments:

Post a Comment