বয়সকে হার মানানো এক ওয়ান্ডার লেডী



মিয়েকো নাগাওকা, জাপানের অধিবাসী এই নারী প্রমাণ করলেন বয়স তার কাছে একটি সংখ্যা মাত্র বয়স ১০০ বছর কিন্তু এই বয়সে সাঁতারে নতুন রের্কডের মালিক হয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। জাপানের মাতসুয়ামার একটি মাস্টার্স সাঁতার প্রতিযোগিতায় তিনি ১৫০০ মিটার সাঁতার শেষ করেন এক ঘণ্টা ১৫ মিনিট ৫৪.৩৯ সেকেন্ডে৷ এখনো পর্যন্ত ২৪টা বিশ্বরেকর্ড রয়েছে জাপানের এই বয়স্কতম সাঁতারুর৷ নিজের ছেলে ও নাতি-নাতনিদের নিয়ে তিনি সপ্তাহে চারদিন নিয়ম করে সাঁতার কাটেন৷


কিন্তু আশ্চর্যের বিষয়, মিয়েকো নাগাওকা সাঁতার শিখেছেন অনেকটা বাধ্য হয়ে। তার ছিল হাঁটুর সমস্যা। এই হাঁটুর সমস্যা কাটিয়ে ওঠার জন্য ৮২ বছর বয়সে সাঁতার শিখেন বাধ্য হয়ে। তখন থেকেই তিনি সাঁতারের প্রেমে পরে যান। এরপর ৮৪ বছর বয়স থেকে নিয়মিত সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চলেছেন এবং নতুন রের্কড গড়েছেন এই ওয়ান্ডার লেডী মিয়েকো নাগাওকা।    


No comments:

Post a Comment