গর্তে পড়া বিড়াল পাঁচ বছর পর জীবিত উদ্ধার



একটি প্রবাদ আছে, “রাখে আল্লাহ্‌, মারে কে?” মহান আল্লাহ্‌ চাইলে যে কাউকে যে কোন অবস্থাতেই জীবিত রাখেন। তারই একটি উজ্জল দৃষ্টান্ত দেখা গেলো মিশরের কায়রো শহরে। একটি বিড়াল ছানা গর্তে পরে যাওয়ার পর উঠানো যায়নি। তারপরও বিড়াল ছানাটি সেখানেই বড় হতে থাকে। পাঁচ বছর পর বিড়াল ছানাটিকে জীবিত উদ্ধার করা হয়।



মিশরের কায়রো শহরে একটি রেলষ্টশনের দেয়ালের পিছনে একটি গর্ত ছিল। বিসো নামের একটি বিড়াল পাঁচ বছর আগে যখন নিতান্তই বিড়াল ছানা, তখন ঐ গর্তের মধ্যে পড়ে যায়। কিন্তু বিড়াল ছানাটিকে তখন আর উদ্ধার করে সম্ভব হয়নি। উদ্ধার করা না গেলেও গর্তের ভিতরেই বিড়াল ছানাটি বড় হতে থাকে। এক অবসরপ্রাপ্ত দয়ালু মানুষের কৃপায় গর্তের ভিতরে বিড়াল ছানাটি বেঁচে থাকে। আবদু নামে ঐ লোকটি বিড়ালছানাটিকে গর্তের ভিতর নিয়মিত খাবার ও পানি দিয়ে যেতেন। এমনকি ২০১১ সালে কায়রোয় যখন অরাজকতা চলছিল, তখনও নিয়মিত খাবার ও পানি দিয়ে যেতেন। দেওয়ালের ফাঁক দেয়ে বের হওয়া বিড়ালের লেজের একটি ছবি ফেসবুকে পোষ্ট করা হয়। ঐ ছবিটি নজরে পড়ে পশু অধিকার সংরক্ষণ কমিটির সদস্যদের। অবশেষে তারা প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টা চালিয়ে বিড়ালটিকে উদ্ধার করেন। বিড়ালছানাটি এখন পূর্ণবয়স্ক বিড়ালে পরিণত হয়েছে। কিন্তু অবাক করার বিষয় হলো, আমর নামে এক পশু অধিকার সংরক্ষণ কর্মী যখন গর্তের ভিতর নেমে বিড়ালটিকে বের করে নিয়ে আসেন, তখনই আতঙ্কগ্রস্থ বিড়ালটি চোখের নিমিষে আবার লাপাত্তা হয়ে যায়। আর আংকেল আবদু তখন থেকে বিড়ালটিকে খুঁজে ফিরছেন।    

No comments:

Post a Comment