৬০ বছর গোসল না করা মানব


গোসল না করে কত দিন থাকা যায়। একদিন, দুইদিন বা এক সপ্তাহ। কিন্তু অবিশ্বাস্য শোনালেও সত্য, এক মাস বা এক বছর নয় , আমু হাজী নামে এক ব্যক্তি রীতিমতো ৬০ বছর পার করেছেন কোন প্রকার পানি না ছুঁয়ে, গোসল না করে। 
৮০ বছর বয়স্ক এই ব্যক্তি ইরানের দক্ষিণের ফারস শহরের দেজগাহ গ্রামের অধিবাসী। হাত-মুখ না ধুয়ে, গোসল না করে, শরীরের পানির স্পর্শ না দিয়ে পার করেছেন ৬০ বছর। তিনি অবসরে তামাক টানার পরিবর্তে পশুপাখির পঁচা মল হুকুর মাধ্যমে টানেন। ২০বছর বয়স থেকে বনে বাস করেন। 

 
আমু হাজী
পরিষ্কার হওয়ার জন্য শরীরে পানি স্পর্শ করেন না। কারণ তিনি বিশ্বাস করেন, পানি দিয়ে ধুলে তিনি অসুস্থ্য হয়ে পড়বেন। একবার কয়েকজন যুবক তাকে গোসল করানোর চেষ্টা করলে তিনি কোন রকমে পালিয়ে আসেন। রাতের বেলায় তিনি একটি গর্তে ঘুমান। যেটি স্থানীয় লোকজন তৈরী করে দেন। তিনি মৃত পশুপাখির পঁচা মাংস খেয়ে জীবন ধারন করেন। নিজের চেহারা দেখার জন্য তিনি গাড়ীর একটি লুকিং গ্লাস ব্যবহার করেন। চুল কাটার প্রয়োজন হলে আগুন দিয়ে তিনি তা পুড়িয়ে ছোট করেন। পোশাক বলতে ছেঁড়া নেকড়া এবং শীত থেকে বাঁচতে একটি হেলমেটও ব্যবহার করেন।       

No comments:

Post a Comment